ফাইল ছবি।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় আদালত থেকে জামিন পান তিনি।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের গুঞ্জনকে কেন্দ্র করে দলের কিছু নেতাকর্মীর পদত্যাগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে। দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান সবসময় স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।”
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার বিষয়ে তিনি জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, “জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।”
রবিবার সকালে শাহবাগ থানায় দায়ের করা বিগত সরকারের আমলের দুটি মামলায় জামিন নিতে আদালতে হাজির হন আখতার হোসেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে জানান, “আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন। আজ শাহবাগ থানার দুটি মামলায় শুনানি শেষে আদালত তাঁর জামিন আদেশ দিয়েছেন।”
বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে এসব মামলা দায়ের করা হয়েছিল বলে দাবি করেন বিবাদী পক্ষের আইনজীবীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...