বিজ্ঞাপন
স্থানীয় ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের রাজপথে এই পোস্টারিংয়ের নেপথ্যে রয়েছে ব্রিটেনের সক্রিয় ফিলিস্তিনপন্থি বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। মূলত নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জনসম্মুখে ব্যাপকভাবে প্রচার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লন্ডনের আইকনিক লাল বাস থেকে শুরু করে ব্যস্ত সাবওয়ে স্টেশন—সবখানেই এখন নেতানিয়াহুর ছবি সংবলিত এই পোস্টারগুলো পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ওই পরোয়ানায় গাজায় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয়।
গাজায় গত দুই বছর ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক চাপের মুখে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী প্রায়ই শর্ত লঙ্ঘন করে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালাচ্ছে।
লন্ডনের এই পোস্টার ক্যাম্পেইনকে বিশ্লেষকরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর বৈশ্বিক চাপ বৃদ্ধির একটি অংশ হিসেবেই দেখছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...