বিজ্ঞাপন
আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "দেশ এখন ক্রান্তিকাল পার করছে। অনেক কথা শোনা যাচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। নানান আন্দোলন হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে।"
তিনি আরও বলেন, "নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটি করতে না পারে, সেদিকে আমাদের কঠোর দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ বা অনৈক্য সৃষ্টি করা যাবে না। আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা পুনরায় অন্ধকারের মধ্যে হারিয়ে না যাই।"
বিএনপিকে নিয়ে অপপ্রচারের জবাবে মহাসচিব বলেন, "আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ যে, কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন এ দেশে করা হবে না। এটি আমরা নিশ্চিত করছি।"
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "দীর্ঘ ছয় বছর কারাবন্দি থাকার পর বেগম জিয়া মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।"
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...