Logo Logo

ফরিদপুর-৩ সদর আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন নায়াব ইউসুফ আহমেদ


Splash Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নায়াব ইউসুফ আহমেদ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (—) ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান মোল্লার কাছে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মদাররেস আলি ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ.এ. কাইয়ুম জঙ্গি এবং মহানগর বিএনপির নেতা এ বি সিদ্দিক মিতুলসহ দলীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নায়াব ইউসুফ আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...