Logo Logo

হিমেল হাওয়া ও কুয়াশায় বিপর্যস্ত বাকেরগঞ্জের জনজীবন, বেড়েছে শীতজনিত দুর্ভোগ


Splash Image

পৌষ মাসের প্রথম পক্ষের হিমেল হাওয়ায় দক্ষিণাঞ্চলের বাকেরগঞ্জ উপজেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি।


বিজ্ঞাপন


উপজেলার প্রত্যন্ত এলাকার নদীবেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। প্রচণ্ড শীতে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। হাড় কাঁপানো এই শীতে গরু, ছাগলসহ বিভিন্ন গৃহপালিত প্রাণীও জবুথবু হয়ে পড়েছে।

অন্যদিকে শীতের সঙ্গে তীব্র কুয়াশার কারণে গভীর রাত থেকেই গোটা এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কুয়াশার প্রভাবে পাকা আমন ধান কাটায় কৃষকদের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি সবজি ও অন্যান্য রবি শস্যে পোকার আক্রমণ দেখা দেওয়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।

এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে বরিশাল–পটুয়াখালী মহাসড়কে দিনের বেলাতেও যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন বাকেরগঞ্জ উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলের দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতজনিত দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...