বিজ্ঞাপন
রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।”
তিনি আরও বলেন, “ম্যাডাম বর্তমানে অসুস্থ। দল-মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন। মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তিনি আবারও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।”
দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে চলতি বছরের নভেম্বরের শুরুতে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। সে তালিকায় বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ আসনের পাশাপাশি বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...