Logo Logo

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ, নির্বাচনের বাধা কাটলো


Splash Image

ফাইল ছবি।

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এ আদেশের ফলে বগুড়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত প্রতিবন্ধকতা থাকছে না।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মান্না সংক্রান্ত হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপক্ষ দাবি করে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল-১২ এর দফা (১) ও উপদফা (ঠ) অনুযায়ী মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণখেলাপি থাকায় মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এ বিষয়ে রোববার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে মান্নার আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ওই সময় পর্যন্ত তিনি ঋণখেলাপি হিসেবেই বিবেচিত ছিলেন।

চেম্বার আদালতে শুনানিকালে মান্নার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসাইন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঋণ পুনঃতফসিলের আবেদনে নথিপত্রে জালিয়াতির প্রমাণ পাওয়ার অভিযোগে ইসলামী ব্যাংক মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া আগের স্যাংশন লেটার বাতিল করে। এর আগে এ সংক্রান্ত তার দায়ের করা রিট আবেদনও হাইকোর্টে খারিজ হয়ে যায়।

যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্নার জন্য বিএনপি বগুড়া-২ আসন ছেড়ে দেয়। তিনি নাগরিক ঐক্যের দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আর্থিক সহযোগিতা কামনা করেন। সেখানে মান্না বলেন, ২০০৭–০৮ সালে ব্যাংক ঋণ নিয়ে নিজ এলাকায় একটি হিমাগার প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৪ সালে রাজনৈতিক কারণে কারাবন্দি হওয়ার পর ব্যবসা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ওই ঋণের পরিমাণ বেড়ে বর্তমানে প্রায় ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মাহমুদুর রহমান মান্না জানান, ঋণসংক্রান্ত জটিলতা নিরসনে তিনি আইনি প্রক্রিয়ার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর ভরসা করে নির্বাচনে অংশ নিতে চান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...