Logo Logo

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে মনোনয়ন পত্র দাখিল ৯ জন প্রার্থীর


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনটি (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন) নিয়ে গঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের গতকাল সোমবার ছিল শেষ দিন।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সংসদ সদস্য প্রার্থীরা সহকারি রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকারের নিকট প্রাপ্ত তথ্য অনুযায়ী ০৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। মনোনয়ন পত্রগুলো দাখিল কালিন সময়ে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলার একাধিক দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রার্থীরা তাদের সমর্থক এবং নেতা-কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ, কাচারি মাঠ, শহিদ মিনার ও অফিস পাড়ার আশে পাশে সমাগম সরগরম করে তোলে। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) মনোনীত এড. তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত নেছার আহমেদ, খেলাফত মজলিস মনোনীত আবুল ফাত্তাহ মোঃ মাসুক, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত আশরাফ উদ্দিন মাহদী দাখিল করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...