Logo Logo

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার


Splash Image

সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— আগরদাড়ি মাজেরপাড়া গ্রামের মৃত সাদেক আলী দালালের ছেলে ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মোঃ মোতাহার (৪৮), কামালনগর এলাকার মোবারক হাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) এবং রইচপুর গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর বিধি মোতাবেক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...