বিজ্ঞাপন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নির্দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর শহরের স্বর্ণকার পট্টিতে অবস্থিত ছোট-বড় সকল জুয়েলারি প্রতিষ্ঠানের শাটার নামানো রয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকরা এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে দোকানপাট বন্ধ রেখেছেন।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কেবল ফরিদপুর শহরই নয়, বরং জেলার প্রতিটি উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও বাজুসের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হচ্ছে। রাজবাড়ী, গোপালগঞ্জসহ আশপাশের এলাকাগুলোতেও স্বর্ণের দোকানগুলো বন্ধ রাখার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং তাঁর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা আরও জানান, আজকের এই কর্মসূচি সফল করতে ফরিদপুরের ব্যবসায়ী সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাজুসের এই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য বহন করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...