Logo Logo
অপরাধ

গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক নারী গ্রেফতার


Splash Image

ছবি: আটক নারী


বিজ্ঞাপন


রাজবাড়ী শহরের ভবানীপুর লালমিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ সুমি খাতুন (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত সুমি খাতুন ওই এলাকার মির আব্দুর রাজ্জাকের মেয়ে।

জানা গেছে, সোমবার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভবানীপুর লালমিয়া সড়ক এলাকায় পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানেই সুমি খাতুনকে তার বসতঘর থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

এ ঘটনায় পলাতক আসামি আনোয়ার হোসেন ও গ্রেফতারকৃত সুমি খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ