Logo Logo

দেশের পক্ষের শক্তি বিএনপিকেই মানুষ বিজয়ী করবে : মির্জা ফখরুল


Splash Image

ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ দেশের পক্ষের শক্তি হিসেবে বিএনপিকেই আগামী দিনে বিজয়ী করবে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ছারছীনা দরবার শরিফের পীর হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। সেখানে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করে মির্জা ফখরুল বলেন, "দেশ, মাটি ও মানুষের প্রতি দেশনেত্রীর অকৃত্রিম ভালোবাসা দেশের প্রতিটি মানুষকে গভীরভাবে আলোড়িত করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর চলে যাওয়া দেশবাসী মেনে নিতে পারছে না; সবাই গভীরভাবে মর্মাহত।"

তিনি আরও যোগ করেন, "ম্যাডামের (খালেদা জিয়া) প্রয়াণে জনগণের মধ্যে যে অভূতপূর্ব ভালোবাসা ও আবেগের সঞ্চার হয়েছে, তা বিএনপিকে ভবিষ্যতে আরও শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করবে।"

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের দর্শন দিয়ে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সেই পতাকাকে আজীবন উঁচিয়ে ধরেছিলেন। এখন সেই একই পতাকা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন।"

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে— এটাই এখন সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...