বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
খান মুহাম্মদ মুরসালীন ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন। এছাড়া সর্বশেষ নির্বাচনী সময়কালে তিনি পার্টির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, আজ থেকে জাতীয় নাগরিক পার্টির কোনো পদ বা কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা নেই। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে তিনি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন বলে পোস্টে উল্লেখ করেন।
দল ছাড়লেও সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এই নেতা। মুরসালীন তার পোস্টে লিখেছেন, “এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।” তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন।
সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তথ্যমতে, গত কিছুদিনে খান মুহাম্মদ মুরসালীনসহ দলটির অন্তত ৯ জন কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। একের পর এক শীর্ষ নেতাদের এভাবে দল ত্যাগ রাজনৈতিক অঙ্গনে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...