বিজ্ঞাপন
তিনি হলফ নামার বিবরণীতে তার পেশা শিক্ষকতা ও ইসলামের জন্য দাওয়াত উল্লেখ করেছেন। এবং ব্যাংকে জমা ১ হাজার ১৭৬ টাকা রয়েছে, তবে তার অস্থাবর সম্পত্তির হিসাবে তার হাতে নগদ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা রয়েছে।
অপরদিকে হলফনামায় তার স্ত্রীর পেশা গৃহিনী ও ব্যবসা দেখিয়ে ব্যাংক হিসাবে কোন টাকা নেই দেখিয়েছেন,তবে তার স্ত্রী র ১৮৭ ভরি স্বর্ন বিভিন্ন সময়ের উপহার হিসাবে পাওয়া দেখিয়েছেন,এবং হাতে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা ও ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন।
এছাড়াও তার হলফনামায় আয়ের উৎস হিসাবে রয়েছে দেশের ভিতরে এপার্টমেন্ট থেকে ভাড়া বাবদ বার্ষিক আয় ৩ লাখ ২২ টাকা,মাহফিল থেকে ৪ লাখ টাকা ও শিক্ষকতা পেশা থেকে বার্ষিক ৭ লাখ ৬ হাজার টাকা আয় দেখিয়েছেন।
এছাড়াও মুফতী ফয়জুল করীমের হলফ নামায় আগ্নেয়াস্ত্র হিসাবে ২২ বোরোর ১ টি রাইফেল এবং ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমির উল্লেখ করেছেন।
অপরদিকে তার অস্থাবর সম্পত্তির মূল্য ৩৩ লাখ ১৩ হাজার টাকা দেখিয়েছেন এবং স্হাবর সম্পত্তি ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি যার আর্থিক মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা দেখিয়েছেন। এবং অকৃষি জমি রয়েছে ২ দশমিক ৪০ শতাংশ যার আর্থিক মূল্য ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা।
মুফতি ফয়জুল করীম তার হলফনামায় পৈতৃক সুত্রে পাওয়া ৩৭ দশমিক ৬০ শতাংশ জমি সহ ৬৬১ বর্গফুটের একটি দোকান ও ২ হাজার ১৩ বর্গ ফুটের একটা ফ্ল্যাট দেখিয়ে যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা দেখিয়েছেন।
তিনি তার হলফনামায় ২০২৫ - ২৬ সালে আয়ের পরিমাণ হিসাবে ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা সহ সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন ৯৬ হাজার ৪৭৫ টাকা জমা দেন। অন্য দিকে তার স্ত্রী ২০২৫ - ২৬ সনে আয়ের পরিমাণ ৬ লাখ টাকা ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দেন ১৫ হাজার টাকা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...