Logo Logo

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ সজল মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মাজড়া পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই ফারুক আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪:৩০ ঘটিকার সময় কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাজড়া পশ্চিম পাড়া গ্রামের রিজাউল মোল্লার বসত বাড়ির উঠান থেকে তার ছেলে সজল মোল্লাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত সজল মোল্লা কাশিয়ানী থানার মাজড়া পশ্চিম পাড়া গ্রামের রিজাউল মোল্লার ছেলে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ ও ডিবি পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...