Logo Logo

ফেনীর সোনাগাজীতে সিঁধেল কেটে দোকানে চুরি,প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি


Splash Image

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় সিঁধেল কেটে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানটির প্রায় ৪৫ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ খোয়া গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র ও দোকানের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন মিয়া জানান, সাতবাড়িয়া এলাকার রাসেল স্টোরে এই চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতো তিনি রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে উঠে একবার লাইট জ্বালিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে আবার ঘুমিয়ে পড়েন। তবে ভোরে ফজরের নামাজের সময় সাতবাড়িয়া তেমুহনী জামে মসজিদের মুয়াজ্জিন দোকানের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত দোকানে এসে বেলায়েত হোসেন মিয়া দেখতে পান, দোকানের পূর্ব পাশ দিয়ে সিঁধেল কেটে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। পরে মালামাল যাচাই করে দেখা যায়, প্রায় ৪০ হাজার টাকার সিগারেট, ৩ হাজার টাকার মোবাইল কার্ড এবং ক্যাশবাক্স থেকে আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা চুরি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক বেলায়েত হোসেন মিয়া বলেন, “এটাই আমার একমাত্র জীবিকার অবলম্বন। ঋণ করে দোকান চালিয়ে পরিবার পরিচালনা করছি। এমন চুরির ঘটনায় আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি।”

সাতবাড়িয়া যুব কমিটির সভাপতি ইকবাল হোসাইন সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “পরিস্থিতি দেখে খুবই মর্মাহত হয়েছি। সবাইকে আরও সচেতন হতে হবে এবং চোরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করতে হবে।”

এ সময় যুব কমিটির সাধারণ সম্পাদক আবু ইউছুপ ঝন্টু বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমার জীবনে নিজ এলাকায় এমন সিঁধেল কেটে চুরির ঘটনা দেখিনি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তা জোরদার ও দ্রুত তদন্তের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...