Logo Logo

মুকসুদপুরে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের মোট ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় আলাদা দুটি স্থানে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন— মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, “আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

এসময় তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগদান বা রাজনৈতিক অবস্থান সম্পর্কে তারা কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, একযোগে এত সংখ্যক নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...