Logo Logo

শোককে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে- সেলিমুজ্জামান


Splash Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশনেত্রীর চির বিদায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়ের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বারবার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের জনগণের আশার আলো জননেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “এই মহান নেত্রীর আপসহীন দৃঢ়তায় দীর্ঘ লড়াই-সংগ্রামের পর যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্র হরণকারী স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ হচ্ছিল, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতি তার এক অবিভাবককে হারালো। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী জন্ম ও মৃত্যুর পথ সবাইকেই অনুসরণ করতে হয়।”

সেলিমুজ্জামান সেলিম বলেন, “বেগম খালেদা জিয়ার চির বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র পরাজিত করে গণতন্ত্রকে স্থায়ীভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশ গড়তে হবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া যে সুসংগঠিত ও সুসংহত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করাই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশোক মৃধা, সন্তোষ বাড়ৈসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...