Logo Logo

সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল : রিটার্নে যা আছে, হলফনামায় তার তিন গুণ


Splash Image

ছবি : সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী সারজিস আলমের দাখিলকৃত নির্বাচনী হলফনামায় আয়ের তথ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁর হলফনামায় উল্লিখিত আয়ের সঙ্গে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে দেখানো আয়ের তথ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।

হলফনামায় ২৭ বছর বয়সী সারজিস আলম নিজের পেশা হিসেবে 'ব্যবসা' উল্লেখ করেছেন এবং এ খাত থেকে তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, তাঁর ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে মোট আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ, রিটার্নে দেখানো আয় হলফনামার তথ্যের তুলনায় তিন গুণেরও বেশি। বিশেষ বিষয় হলো, আয়ের এই দুই ধরনের পরস্পরবিরোধী তথ্যই তিনি তাঁর হলফনামার সাথে সংযুক্ত নথিতে প্রদান করেছেন।

শুধু আয় নয়, সম্পদের বিবরণেও গরমিল লক্ষ্য করা গেছে। আয়কর রিটার্নে তিনি মোট ৩৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামার মূল অংশে সম্পদের পরিমাণ অনেক কম দেখিয়েছেন। হলফনামা অনুযায়ী, সারজিসের মোট অস্থাবর সম্পদ ৫ লাখ ৬১ হাজার টাকা। যার মধ্যে রয়েছে নগদ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে গচ্ছিত ১ লাখ টাকা এবং ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র। স্থাবর সম্পদ হিসেবে তিনি উপহার সূত্রে পাওয়া ১৬.৫ শতাংশ কৃষিজমির কথা জানিয়েছেন, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

নথিপত্র অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষে সারজিস আলম ৫২ হাজার ৫০০ টাকা আয়কর প্রদান করেছেন। নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে তিনি জানিয়েছেন যে, চারজন শুভাকাঙ্ক্ষীর (যাঁরা আত্মীয় নন) কাছ থেকে তিনি ১১ লাখ টাকা উপহার পাওয়ার আশা করছেন। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

ব্যক্তিগত উপহারের তালিকায় তাঁর শ্বশুর-শাশুড়ি, চাচা ও মামাদের নামও রয়েছে। তবে ইসি’র ওয়েবসাইটে আপলোড করা নথির স্ক্যান কপি অস্পষ্ট থাকায় টাকার সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। দৃশ্যমান অংক বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে উপহার পাচ্ছেন। এছাড়া তাঁর শ্যালকের কাছ থেকেও ১ লাখ টাকা ঋণ নেওয়ার তথ্য নথিতে রয়েছে।

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি’র হয়ে পঞ্চগড়-১ আসনে তাঁর এই প্রার্থিতা এবং হলফনামার তথ্যে গরমিল এখন স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...