Logo Logo

চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: সাবেক সেনাসদস্যের মেডেল ও সনদ লুট


Splash Image

নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল ও ফ্যান ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র কেবল দামী আসবাবপত্রই নয়, সাথে নিয়ে গেছে ওই পরিবারের সাবেক এক সেনাসদস্যের অর্জন করা রাষ্ট্রীয় সম্মাননা পদক ও গুরুত্বপূর্ণ দলিলপত্র। গত ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে কোনো এক সময়ে উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী সোলাইমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান করায় বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি তিনি চিকিৎসার জন্য ঢাকা যান। এই সুযোগে বাড়িটি ফাঁকা পেয়ে জানালার এগজাস্ট ফ্যান ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোরচক্র। সোমবার সন্ধ্যায় আলপনা বেগম ঢাকা থেকে ফিরে এসে ভবনের দরজা খুলে দেখতে পান ঘরের ভেতরের সবকিছু তছনছ করা এবং মূল্যবান মালামাল গায়েব।

চুরির তালিকায় রয়েছে সাতটি সিলিং ফ্যান, গ্যাস সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার এবং পানির মোটরসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল। তবে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবাসীর প্রয়াত পিতা, সাবেক সেনাসদস্য আবুল কালামের স্মৃতিচিহ্নগুলো। চোরেরা তার অর্জিত রাষ্ট্রীয় পুরস্কারের বেইজ, মেডেল, গিফট সামগ্রী, মেডেলের সার্টিফিকেট এবং পেনশনের বইসহ অতি গুরুত্বপূর্ণ পারিবারিক কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এতে ওই পরিবারের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত সোমবার রাতে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ গ্রহণ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...