Logo Logo

দীর্ঘ ১৪ বছরের খরা কাটল: শেরপুর পৌর ছাত্রদলের ৪০ সদস্যের কমিটি গঠন


Splash Image

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে দীর্ঘ ১৪ বছর পর ঘোষণা করা হয়েছে নতুন আহ্বায়ক কমিটি। এতে নাসিফ ওয়াহিদ প্রান্তকে আহ্বায়ক এবং রাকিবুল হাসান রাব্বিকে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের অভিষেক ঘটানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই কমিটির অনুমোদন প্রদান করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুন কমিটি আসায় শেরপুর পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

নব-নির্বাচিত আহ্বায়ক নাসিফ ওয়াহিদ প্রান্ত ও সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, "দীর্ঘ ১৪ বছর পর এই কমিটি পাওয়ায় সাধারণ কর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। এই কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এবং দলের কেন্দ্রীয় সকল কর্মসূচি বাস্তবায়নে পৌর ছাত্রদলকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করবে।" ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়নের মাধ্যমে এই কমিটিকে একটি আদর্শ সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে শেরপুর পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ বা নিয়মিত কোনো কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা বিরাজ করছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই ৪০ সদস্যের শক্তিশালী কমিটি গঠনের ফলে শেরপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...