বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশাল কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব আসায় শেরপুর উপজেলার সাধারণ ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
নব-নির্বাচিত কমিটির আহ্বায়ক আহসান হাবীব আরমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তারা জানান, "দীর্ঘ ১৪ বছর পর এই কমিটি পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এই কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দলের কেন্দ্রীয় সকল কর্মসূচি সফল করতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের প্রতিটি ইউনিটে সংগঠনকে মজবুত ভিত্তি দান করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে শেরপুর উপজেলা ছাত্রদলের নিয়মিত কোনো কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা বিরাজ করছিল। দীর্ঘ ১৪ বছর পর এই বিশাল কমিটি গঠনের ফলে উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক শক্তি কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৃণমূলের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অভিনন্দন জানাচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...