Logo Logo

কোটালীপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


Splash Image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশন সংলগ্ন পিছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আপসহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তিনি তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।”

তিনি আরও বলেন, দেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...