Logo Logo

গোপালগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Splash Image

“খেলাধুলায় বাড়ে বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা।

সমাপনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...