বিজ্ঞাপন
তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের সুক্তা গ্রামে। এছাড়া মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামের পীর সাহেবের বাড়ি তার পৈতৃক নিবাস। মাহমুদ জাতীয়পার্টি দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন । এখন পর্যন্ত জাতীয়পার্টির সাথেই রয়েছেন। তার প্রয়াত বাবা নুরুজ্জামান খান ছিলেন মুকসুদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল । দাদা আব্দুল হামিদ খান রাজপাট ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন ।
অ্যাডভোকেট সুলতান জামান খান (মাহমুদ) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন । তিনি এলাকার উন্নয়ন, শোষন, মাদক, চাঁদাবাজ , হামলা -হয়রানি মূলক মামলা মুক্ত এবং দলমতের উর্ধে উঠে একটি মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন ।
সুলতান জামান খান (মাহমুদ) বলেন, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এ দেশের অবকাঠামো উন্নয়নের রূপকার ছিলেন । জন বন্ধু গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) এ দেশের সব ধরনের উন্নয়নের সহযোগী। জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। আমরা হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শকে ধারন করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। #
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...