Logo Logo

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া)

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ


Splash Image

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ । ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার দেওয়া পূর্বের বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আপিল শুনানি শেষে আজ এই রায় প্রদান করা হয়।


বিজ্ঞাপন


গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নানা কারণ দেখিয়ে হামিদুর রহমান আযাদের প্রার্থিতা বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত লড়াইয়ে নামেন তিনি এবং ইসিতে আপিল আবেদন জমা দেন। রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে লড়ার সুযোগ দেয়।

শুনানি শেষে সন্তোষ প্রকাশ করে হামিদুর রহমান আযাদের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন, “গত ২ জানুয়ারি বাছাই প্রক্রিয়ায় হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ কমিশনের শুনানিতে আমাদের আপিলটি মঞ্জুর হয়েছে এবং তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।”

সাবেক এই সংসদ সদস্য প্রার্থিতা ফিরে পাওয়ায় কক্সবাজার-২ আসনে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপ নিয়ে গঠিত এই আসনে জামায়াতের শক্তিশালী ভোটব্যাংক থাকায় তার ফিরে আসা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...