Logo Logo

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান


Splash Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিলেট সফরের মধ্য দিয়েই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন।

বিএনপি সূত্র জানায়, দলটির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যাবে। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি।

ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...