Logo Logo

আপিল বিভাগেও স্বস্তি পেলেন না বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী, শেরপুর-২ ভবিষ্যৎ কী?


Splash Image

শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন আবেদন আপিল বিভাগেও স্থগিত হয়েছে। এ সিদ্ধান্তের ফলে আসনে বিএনপির প্রার্থী নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে দলটি।


বিজ্ঞাপন


সোমবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের শুনানি শেষে এ ঘোষনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

তথ্যমতে গত ৩ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত এবং শেষে বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

পরবর্তীতে গত ৯ জানুয়ারি শুক্রবার মনোনয়ন ফিরে পেতে আপিল করেন ফাহিম চৌধুরী। কিন্তু ১২ জানুয়ারি সোমবার আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় স্থগিত করা হয় তার মনোনয়ন।

সূত্রে জানাজায়, নির্বাচন কমিশন ফাহিম চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তার মনোনয়নপত্র স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে। অন্যথায় তার মনোনয়নপত্র বাতিল করবে নির্বাচন কমিশন।

এদিকে ভোটারদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা গেছে। অনেকেই মন্তব্য করছেন, যদি ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত থাকে, তাহলে বিএনপি কি এই আসনে অন্য কাউকে প্রার্থী করবে, নাকি শেষ পর্যন্ত কোন প্রার্থী থাকছে না এই আসেন।

এবিষয়ে ফোন কলে একাধিক বার যোগাযোগ করতে চাইলেও ফাহিম চৌধুরীর সাথে যোগাযোগ হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...