Logo Logo

গোপালগঞ্জের ৩টি ভোট কেন্দ্র পদের্শন করলেন জেলা প্রশাসক


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিনটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন


সোমবার (১২ জানুয়ারি) তিনি উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর–কাশিয়ানী সার্কেল) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে এবং প্রশাসন শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একযোগে কাজ করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...