Logo Logo

ফরিদপুরে বিদেশে পাঠানোর প্রলোভনে ও হাওলাদের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ


Splash Image

ফরিদপুর কোতোয়ালি থানা সংলগ্ন কাঠপট্টি পৌর বিপণী বিতান ‘মনা প্লাজা’র চারতলা ও পাঁচতলায় অবস্থিত একটি আইএলটিএস শিক্ষা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আজাদুর রহমান আজাদের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।


বিজ্ঞাপন


ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, মো. আজাদুর রহমান আজাদ একটি উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষিকার কাছ থেকে হাওলাতের কথা বলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন তিনি। নির্ধারিত সময়ে কাউকে বিদেশে পাঠাতে না পারায় এক পর্যায়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং পলাতক হন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে আজাদ বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিয়ে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন না করে তিনি আত্মগোপনে চলে যান। এতে করে অনেক পরিবার আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও আত্মসাৎ করা অর্থ ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...