বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) তাহিরপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং সুনামগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আনিসুল হক আনিসের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র রক্ষার এক অবিচল সৈনিক। স্বৈরশাসন, একদলীয় শাসনব্যবস্থা ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তার সংগ্রামী নেতৃত্ব বারবার জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। ক্ষমতার কাছে তিনি কখনো আপস করেননি, অন্যায়ের সামনে মাথা নত করেননি।
বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ কারাবন্দি অবস্থায় রয়েছে। এই সংকটময় সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও সাহস বিএনপির নেতাকর্মীদের জন্য প্রেরণার প্রধান উৎস। তার দেখানো পথ অনুসরণ করেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও নিপীড়ন বন্ধের দাবিও জানানো হয়।
মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় আলেম-ওলামাগণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...