Logo Logo

আশুগঞ্জের তারুয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আমরা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল করেছি, কোথাও ভোট চাইনি।নির্বাচনি আচরণবিধি মেনে চলেই আমরা কর্মসূচি পালন করছি। অথচ বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নিয়মিত ভোট চেয়ে আচরণবিধি লঙ্গন করছেন।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার বাবার সঙ্গে আমি একসময় রাজনীতি করেছি এবং আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমিও ব্যাবস্থা গ্রহণ করব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন জাকির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোবারক হুসেন,আশুগঞ্জ সোনারামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মোশাররফ কাসেমী,উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল হক সাহেব,জেলা জমিয়তের সভাপতি মাওলানা এহসানুল হক সাহেব, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী,আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলমগীর খা,তারুয়া ইউপি বিএনপির সভাপতি নূরুল আমীন বাউল প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...