Logo Logo

নোয়াখালীতে নিখোঁজের দুই সপ্তাহ পর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ঠিক দুই সপ্তাহ পর মো. আরিফ মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২ জানুয়ারি সকাল ৮টার দিক থেকে তিনি নিখোঁজ ছিলেন।


বিজ্ঞাপন


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আরিফ মিয়া কোটরা মহব্বতপুর গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির মৃত রাশার্দ মিয়ার ছেলে। নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, তার চাচা অবিবাহিত ছিলেন এবং আপন পাঁচ ভাইয়ের সঙ্গেই বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত কারণসহ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত ২ জানুয়ারি সকালে নিজ গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় দুটি ছেলে ওই ব্রিজের নিচের খাল থেকে কচুরিপানা সরাতে গেলে বৃদ্ধের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, সুরতহালে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...