Logo Logo

বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে : তারেক রহমান


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে। তিনি বলেন, স্বৈরাচারের সময়ে যারা তাদের সন্তান, স্বামী বা প্রিয়জন হারিয়েছেন, তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আবেগঘন মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

তারেক রহমান তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াইয়ের পর গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। প্রতিটি বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার অত্যন্ত জরুরি।” তিনি আরও যোগ করেন, স্বৈরাচারের হাতে সন্তানহারা মা কিংবা স্বামীহারা বোনদের সান্ত্বনা দেওয়ার ভাষা আজ কারও নেই, তবে রাষ্ট্র তাঁদের এই আত্মত্যাগের দায় এড়াতে পারে না।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “ষড়যন্ত্র এখনো থেমে নেই। প্রতিটি গুম ও খুনের বিচার নিশ্চিত করতে হবে। যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য জীবন দিয়েছেন বা নিখোঁজ হয়েছেন, তাঁদের পরিবারকে ইনসাফ প্রদান করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে।

সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের নিদারুণ যন্ত্রণার কথা তুলে ধরেন। তারেক রহমান তাঁদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সর্বদা তাঁদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...