Logo Logo

গোপালগঞ্জে ১ হাজার ১৪0 পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক


Splash Image

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। শনিবার (১৭ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মাহাবুব হাওলাদার (৩৫)। তিনি ওই গ্রামেরই আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।


বিজ্ঞাপন


গোপালগঞ্জের ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে, কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় মাদক বেচাকেনা চলছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার মাহাবুব হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও র‍্যাব সূত্রে জানা গেছে, মাহাবুব হাওলাদার দীর্ঘ দিন ধরে এলাকায় গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় যুবসমাজের কাছে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযানের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের একটি মাদক সিন্ডিকেটে আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানিয়েছে, মাহাবুব হাওলাদারকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...