বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশের মাটিতে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জনসভা এবং প্রথম বক্তব্য। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "দেশের মাটিতে এটি আমার প্রথম বক্তব্য। ফলে মনের ভেতর ভিন্ন এক অনুভূতি কাজ করছে।"
বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নে তাঁর দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি মনে করিয়ে দেন যে, বর্তমান বাংলাদেশে নারীদের অগ্রযাত্রার ভিত্তি তাঁরাই গড়ে দিয়ে গেছেন।
নিজের রাজনৈতিক বা সামাজিক লক্ষ্য সম্পর্কে জাইমা রহমান বলেন, "আমার কাছে সব সমস্যার সমাধান আছে—বিষয়টি এমন নয়। তবে নিজের সামর্থ্যের মধ্য থেকে দেশের মানুষের জন্য এবং নারীদের অধিকার রক্ষায় কিছু করার প্রবল ইচ্ছে থেকেই আমি আপনাদের সামনে এসেছি।"
গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি গুরুত্বারোপ করেন সহনশীলতার ওপর। তিনি স্পষ্টভাবে জানান, রাজনৈতিক বা আদর্শগতভাবে আলাদা মতের মানুষ হলেও এক টেবিলে বসা এবং আলোচনা চালিয়ে যাওয়া সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতিরই একটি অংশ।
আলোচনা সভায় জাইমা রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী প্রতিনিধির সমাগম ঘটে। তাঁর এই বক্তব্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য ও নারী শক্তির সমন্বয়ে একটি নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...