বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়।
সিএনজি চালক মো. রমজান মিয়া (৩৮), পিতা- আজিজুর রহমান, গ্রাম- তোতকখালী, ডাকঘর- পিএমখালী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার—কে সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
রামু ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...