বিজ্ঞাপন
জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারকালে বিএনপির নেতা কর্মীদের হামলায় জামায়াতের ২৫ জন আহত হয়। আহতরা হলেন— এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০) এবং নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামায়াতের সাতজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এর প্রতিবাদে রবিবার (১৮ জানুয়ারি) বিকাল চারটায় স্থানীয় এলাঙ্গী বাজারে ইউনিয়ন জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা ও এক প্রতিবাদ সমাবেশ করেন।
এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, ধুনট উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আঃ করিম, চৌকিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম দুলাল ,এনসিপির উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তার অংশ হিসেবে গতকাল আমরা শান্তিপূর্ণভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করছিলাম এমতাবস্থায় আমাদের নিরীহ নেতা কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দুষ্কৃত কারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
ধুনট থানার ওসি আতিকুর রহমান বলেন গতকালের ঘটনায় ধুনট থানায় ১৪ জনের নামে এজাহার ভূক্ত ও ৫০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।
এখনো পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি আসামী গ্রেপ্তারের ব্যাপারে জোরালো তৎপরতা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...