Logo Logo

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল


Splash Image

নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।


বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দৃঢ় শপথ নিয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অপশাসনের বিদায় হয়েছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।”

নির্বাচন কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যা হলেও কমিশন অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই কমিশনের প্রতি বিএনপির শতভাগ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেবে।”

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...