Logo Logo

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।


বিজ্ঞাপন


বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন। রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাভিয় মার্কিন দূতাবাসের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রতিনিধি দলে অংশ নেন।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান। ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাত্র দুই দিন পরই তিনি বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য চলে আসেন। বাংলাদেশে নিযুক্ত হওয়ার পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সূত্রমতে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...