Logo Logo

ভেঙে যাওয়া রাষ্ট্রকে সংস্কার করে ট্রাকে তুলে গণতন্ত্রের গতিতে ফিরিয়ে আনতে ........সাতক্ষীরায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ


Splash Image

সংস্কার করতে হলে আপামোর জনগণের অংশগ্রহণ লাগবে এবং গণভোট লাগবে। আমরা এমন একটি সরকার,এসেছি ভেঙে যাওয়া রাষ্ট্রকে সংস্কার করে ট্রাকে তুলে গণতন্ত্রের গতিতে ফিরিয়ে আনতে।


বিজ্ঞাপন


আমরা এই গণভোটকে দেখছি সংস্কার, গণভোটকে দেখছি সংস্কার না হলে নতুন বাংলাদেশে আসছে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে এই গণভোট। আজ বিকাল সাড়ে তিন টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গনভোট প্রচার এবং ভোটারদের উদবুদ্ধকরন বিষয় মতবিনিময় সভায় সমাজ কল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এখানে যদি আপামোর জনগণ এটাকে বোঝে গ্রহণ করে এইটার পক্ষে ভোট দেয় তাহলে আমরা একটা বিশাল পরিবর্তন দিকে ধাবিত হবো।আর এটার বিরুদ্ধে যারা দাঁড়াবে যারা কথা বলবে সেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে, এরা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।

তিনি বলেন,এই যে ছেলেমেয়েরা প্রাণ দিয়ে দিল, তাতে তাদের কিছু এসে যাচ্ছে না। এই যে এতগুলো অত্যাচার হল অপশাসন হল সেটা তাদের কিছু এসে যাচ্ছে না। তাহলে এই গণভোট মানে সংস্কার এই গণভোট মানে নতুন করে বাংলাদেশকে দেখা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা।

তিনি আরো বলেন, এই গণভোট মানে আমার জন্য আমার মন্ত্রণালয়ের জন্য, সেখানে আমি সবচেয়ে দুর্বল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করি তাদের একটি নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য। সকল শিশুদের সমান সুযোগ দিয়ে লালন করার জন্য। সেই নতুন বাংলাদেশ এবং রাজনৈতিক দলগুলোর ভাবার দরকার এই গণভোট মানে সকলের সুযোগ। সব রাজনৈতিক দলের সুযোগ সেই মহান দায়িত্ব পাওয়ার সুযোগ এই গণভোটের মাধ্যমে।

এসময় সকল জেলা প্রশাসক আফরোজ আখতার,পুলিশ সুপার আরেফিন জুয়েল,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি ও জুলাই আন্দোলনের নেতাসহ সাংবাদিক,এনজিও এবং সুশিল সমাজের মানুষ উপন্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...