বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সুধী সমাবেশের আয়োজন করে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই নির্বাচন শুধু কোনো একটি পক্ষের দায়িত্ব নয়; এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু কাউকে সংসদে পাঠানোর জন্য ভোট দেবেন না। এমন ব্যক্তিকেই ভোট দেবেন, যিনি নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম করবেন না, স্বৈরাচার হয়ে উঠবেন না এবং ক্ষমতায় গিয়ে আঠার মতো লেগে থাকার চেষ্টা করবেন না। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।
ঝালকাঠির নামের উৎপত্তি জেলেদের নাম থেকে এসেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই ঝালকাঠিরই গর্বের সন্তান শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের একটি মূল্যবান সম্পদ। তিনি ঢাকা-৮ আসনের প্রার্থী ছিলেন। তবে তিনি কখনো ক্ষমতার প্রদর্শন করেননি; বরং মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চেয়েছেন।
ফরিদা আখতার আরও বলেন, হাদীর জানাজায় যে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে, তা প্রমাণ করে কোনো উচ্চ পদে না থেকেও একজন মানুষ কতটা ভালোবাসা অর্জন করতে পারেন। তিনি এমপি হননি, কোনো বড় পদেও যাননি, তবুও দেশের প্রতি তাঁর অবদান ও চিন্তার জন্য মানুষ তাঁকে ভালোবেসেছে। হাদী ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, যাঁকে সংসদে প্রয়োজন ছিল। তাঁর সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুস্থ, অবাধ ও সুন্দর করতে হবে।
হাদী হত্যার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং সরকার এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে হাসপাতালে অনেক জুলাই যোদ্ধা চিকিৎসাধীন রয়েছেন, যাঁরা একসময় স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন, দেখতে পারতেন। কিন্তু আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত বা পা হারিয়েছেন। জনগণ ও তরুণ সমাজ জুলাই আন্দোলনে যে অভিপ্রায় ব্যক্ত করেছে, জুলাই সনদের বিপরীতে গিয়ে কিছু করার কোনো সুযোগ নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে আলাদা হবে। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়নের জন্য দায়বদ্ধ কি না—এই প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। কারণ, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারাই এই নির্বাচনে অংশ নিচ্ছে। সনদে স্বাক্ষর করার অর্থ হলো—তা বাস্তবায়নের দায়ভারও তাদেরই।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন। সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...