Logo Logo

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরায় ‘বেলা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


Splash Image

সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ‘জলবায়ু ন্যায়বিচারের জন্য নীল অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (বিআইডি ৪ সিজে)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে গত ১৮ ও ১৯শে জানুয়ারি এই ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায্যতা পরিশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। প্রশিক্ষণের উদ্দেশ্য ও বেলার সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ঢাকা অফিসের প্রোগ্রাম ও ফিল্ড কোঅর্ডিনেটর এ এম এম মামুন।

দুই দিনের বিভিন্ন অধিবেশনে উপকূলীয় পরিবেশ ও আইনগত সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞগণ আলোকপাত করেন। সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির ‘উপকূলীয় বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা: প্রেক্ষিত সুন্দরবন’ শীর্ষক সেশনে বনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশল তুলে ধরেন। বেলার রিসার্চ অফিসার রাইসুল হাসান ও বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ব্লু ইকোনোমি বা নীল অর্থনীতি এবং জলবায়ু দুর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান। এছাড়া বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের পলিসি, এবং জেন্ডার বৈষম্য নিরসনে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও নীতিমালার নানা দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের দলীয় কার্যক্রম। যেখানে অংশগ্রহণকারীরা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বিদ্যমান পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ উপস্থাপনা করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের আইনি সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। কর্মশালাটি প্রশিক্ষণার্থীদের মূল্যায়ণ মাধ্যমে সমাপ্ত হয়।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...