বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, কোদাল দিয়ে কৃষি জমির উপরিভাগ কেটে ট্রাক্টর ও মাহিন্দ্র গাড়িতে করে মাটি পরিবহন করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অপরদিকে ভারী যান চলাচলের কারণে এলাকার কাঁচা রাস্তার পাশাপাশি পাকা সড়কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন মাটি বহনকারী যান চলাচলের ফলে কাঁচা রাস্তাগুলো গর্তে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে পাকা সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও দেবে যাওয়ার সৃষ্টি হয়েছে, যা স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
একজন স্থানীয় কৃষক বলেন,
“চরের মানুষ এই রাস্তাগুলোর ওপর নির্ভরশীল। মাটি কাটার কারণে জমির ক্ষতি হচ্ছে, আবার সেই মাটি পরিবহনের জন্য পাকা রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে।”
অভিযোগের বিষয়ে কলকিহারা (বাঘাডুবী) দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমান বলেন,
“আমি কোনো অবৈধভাবে মাটি বিক্রি করছি না। নিজের প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে মাটি কাটা হয়েছে। এতে কারও জমি বা রাস্তার বড় ধরনের ক্ষতি হয়নি। কেউ ভুল বুঝলে প্রশাসনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা যাবে।”
স্থানীয় সচেতন মহল বলছে, কৃষি জমির উর্বর টপসয়েল কাটা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য ক্ষতিকর এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...