Logo Logo

তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের যে প্রতিশ্রুতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, তাকে নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।


বিজ্ঞাপন


বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে নিজের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে তারেক রহমান গিয়ে ভবন নির্মাণ ও ফ্ল্যাট দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা নির্বাচনী আইনের পরিপন্থী। আমরা দেখছি, প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানের বেলায় এক নীতি এবং অন্যদের বেলায় অন্য নীতি অবলম্বন করা হচ্ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে নিশ্চুপ থেকে বৈষম্যমূলক আচরণ করছে।”

তিনি অভিযোগ করেন, তাকে গণভোটের প্রচারণার জন্য শোকজ করা হলেও বিএনপির প্রার্থীরা সরাসরি ধানের শীষে ভোট চাইলেও ইসি ‘অন্ধ’ হয়ে আছে।

বর্তমান নির্বাচন কমিশনকে সাবেক বিতর্কিত ‘হুদা-রাকিব’ কমিশনের সঙ্গে তুলনা করে নাসীরুদ্দীন বলেন, “প্রশাসন ও বিএনপি কি একসঙ্গে কাজ করছে? যদি তাই হয়, তবে ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা কে দেবে? আমাদের ব্যানার সরাতে ম্যাজিস্ট্রেট ও বিএনপির লোক একসঙ্গে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি আরও দাবি করেন, গণমাধ্যম দখল করে বিএনপির পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।

এনসিপি নেতা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদি হত্যার বিচার এবং চাঁদাবাজ ও দখলদারমুক্ত সমাজ গড়ার লড়াই অগ্রাধিকার পাবে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান। আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।”

এদিন, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। মির্জা আব্বাসের পক্ষে প্রতীক সংগ্রহ করেছেন তার একজন উপদেষ্টা।

তৃতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক প্রাপ্তির পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...