Logo Logo

ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা।


বিজ্ঞাপন


আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডা. তাসনিম জারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় অনেকেই একটি সাধারণ প্রশ্ন করছিলেন— আমার নির্বাচনী মার্কা কী হবে? আজ সেই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর পাওয়া গেল। আমি আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি।”

প্রতীক পাওয়ার পর তিনি তার নির্বাচনী দর্শনের কথা তুলে ধরে বলেন, “আমরা রাজনীতিতে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের নির্বাচনী ক্যাম্পেইন চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করব।” তিনি তার নির্বাচনী এলাকার ভোটার ও দেশবাসীর কাছে দোয়া এবং শুভকামনা চেয়েছেন।

উল্লেখ্য, আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণার পথ সুগম হলো। ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার এই অংশগ্রহণ তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...