Logo Logo

নির্বাচনের আগে নিরাপত্তা ঝুঁকি

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত


Splash Image

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে দেশটিতে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারত সরকারের উচ্চপর্যায়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ভারতের প্রধান হাইকমিশন রাজধানী ঢাকায় অবস্থিত। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতের চারটি সহকারী হাইকমিশন রয়েছে। নয়াদিল্লির এই নতুন সিদ্ধান্তের ফলে সবগুলো মিশন ও সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা ভারতে ফিরে যাবেন।

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ঢাকা ও ঢাকার বাইরের সব সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে কেবল একটি ‘সতর্কতামূলক ও প্রতিরোধমূলক’ পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। মূলত নির্বাচনকালীন সময়ে সম্ভাব্য অস্থিতিশীলতা ও কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় নিয়ে ভারত সরকার এই অগ্রাধিকারমূলক সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং কূটনৈতিক কর্মকাণ্ড সচল রেখেই কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করা এর প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...