বিজ্ঞাপন
স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি সরাসরি এই হুঁশিয়ারি প্রদান করেন।
সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি এক বিবৃতিতে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো আগ্রাসন চালানো হলে তারা কেবল সেই ‘হাত’ বিচ্ছিন্ন করবেন না, বরং ট্রাম্পকেও হত্যা করবেন। তিনি এই হুমকিকে কেবল ‘স্লোগান’ নয় বরং ‘বাস্তব কথা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, এমন পরিস্থিতিতে তারা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবেন।
ইরানি জেনারেলের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার কাছে খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। যদি আমার কোনো ক্ষতি হয়, তবে মার্কিন সেনাবাহিনী ইরানকে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে।”
২০২০ সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইরান বারবার সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসছে। এর আগেও ট্রাম্প বলেছিলেন যে, তাকে হত্যার কোনো প্রচেষ্টা চালানো হলে ইরানকে ‘অবলিটারেটেড’ বা নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই ধরনের সরাসরি হুমকি ও ব্যক্তিগত আক্রমণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে ট্রাম্পের ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ মতো কড়া বার্তা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ ও পরমাণু উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...