বিজ্ঞাপন
২০ জানুয়ারী মঙ্গলবার বিকালে ৪ টার দিকে বিল সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে।
অফিস সহকারীদের ভাষ্য মতে পার্থ প্রতীম দে একটি বিল নিয়ে উপজেলা অফিসার নজরুল ইসলামের কাছে গেলে পার্থকে নানা ভাবে উত্তপ্ত, হেনস্তা সহ এক পর্যায় কিল -ঘুষির মতো ঘটনা ঘটে।
এমন তথ্যের ভিত্তিতে ভোরের বানীর জেলা প্রতিনিধি উপজেলা নির্বাচন অফিসে গেলে কোন বক্তব্য দিতে নারাজ নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, যেহেতু জেলা কর্মকর্তা তদন্তে আসছেন তার কাছ থেকেই বিস্তারিত জানতে পারবেন। আমি এ বিষয়ে কোন বক্তব্য ক্যামেরার সামনে দিতে পারবো না।
এদিকে পার্থ প্রতীম দে বলেন, আমি একটি বকেয়া বিলের কাগজ নিয়ে নজরুল স্যারের কাছে গেলে তিনি আমাকে নানাভাবে প্রশ্ন করা শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্যার আমাকে কিল ঘুষি মারা সহ নানাভাবে হেনস্তা করে। বিষয়টি জটিল হওয়ায় আমি জেলার উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তদন্তে আসেন। তদন্ত শেষে জাহাঙ্গীর হোসেন বলেন, আমি নকলা উপজেলা নির্বাচন অফিসের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করতে এসেছি। সবার বক্তব্য আলাদা আলাদা ভাবে নোট করেছি। আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে অবশ্যই দোষী ব্যাক্তিকে শাস্তির আওতায় আনা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...