Logo Logo

ধোঁয়া–দূষণের বিরুদ্ধে কঠোর প্রশাসন


Splash Image

পাইকগাছার চাঁদখালীতে ৩টি অবৈধ ইটভাটা, ৫০টি কয়লা চুল্লি উচ্ছেদ


বিজ্ঞাপন


বহুদিন ধরে পাইকগাছার চাঁদখালী এলাকায় অনুমোদন ছাড়া কাঁঠ পুড়িয়ে কয়লা উৎপাদন ও ইটভাটা পরিচালনার অভিযোগে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছিল। ধোঁয়া ও ছাইয়ের কারণে কৃষিজমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শ্বাসকষ্ট, বায়ুদূষণ ও ফসলের ক্ষতির মতো বাস্তব সংকট দেখা দেয়। স্থানীয়দের অভিযোগে অবশেষে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব কার্যক্রম উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চাঁদখালী বাজারসংলগ্ন এলাকায় প্রকাশ্যে কাঁঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের চুল্লি (গোলা) দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। রাতের আঁধারেই কাঠ সরবরাহ হতো বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কয়েকটি ভাটা এ অঞ্চলে কার্যক্রম চালিয়ে আসছিল বলে অনুসন্ধানে জানা যায়।

বুধবার সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর খুলনা ও পাইকগাছা উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঁদখালীর অনুমোদনহীন তিনটি ইটভাটা ও ৫০টির বেশি কাঠভিত্তিক কয়লার চুল্লি ভেঙে উচ্ছেদ করা হয়।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীসহ মোট ৭০–৮০ জন সদস্য এই অভিযানে অংশ নেন। প্রশাসনের উপস্থিতিতে এলাকায় ভিড় জমে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ফতেপুর এলাকার আব্দুল জলিলের এডিবি ব্রিকস, আব্দুল মান্নানের বিবিএম ব্রিকস, আশরাফুল ইসলামের স্টার ব্রিকস উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে আছে। অনুমতি ছাড়া কোনো ইটভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান দেখানোর জন্য নয়—এটি ধারাবাহিকভাবে চলবে। তিনি আরও বলেন, “পরিবেশ ও উন্নয়ন—দুইটা বিষয়ই সমানভাবে বিবেচনায় রেখে কাজ করতে হবে।

অভিযানে নেতৃত্বদানকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ফজলে রাব্বি বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ এখন জেলা প্রশাসনের নির্দেশনার আওতায়। ভবিষ্যতে আবার কেউ অনুমোদন ছাড়া ভাটা বা চুল্লি চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এমনভাবে উচ্ছেদ করা হবে যাতে পুনঃস্থাপনের সুযোগ না থাকে।” তিনি আরও বলেন, “পরিবেশ, জমি ও বায়ুর ক্ষতি ঠেকাতে প্রয়োজনে জরিমানাও করা হবে।”

অভিযানের পর এলাকাবাসী এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। একজন কৃষক বলেন, ধোঁয়া আর ছাইয়ে ধান-সবজির ফলন কমে যাচ্ছিল। এখন যদি অভিযান চলমান থাকে, তাহলে পরিবেশ ভালো হবে।

অন্যদিকে ভাটা মালিকপক্ষের দাবি—তাদের ব্যবসা বহু মানুষের জীবিকা নির্ভর করে। তবে পরিবেশবিদদের মতে—জীবিকা বা ব্যবসার যুক্তিতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে না।

বহুদিনের আলোচনার পর প্রশাসনের হস্তক্ষেপে পাইকগাছার চাঁদখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...